আহত মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় : যড়যন্ত্র করে ধাক্কা দেওয়া হয়েছে বললেন মুখ‍্যমন্ত্রী

10th March 2021 8:09 pm রাজ‍্য
আহত মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় : যড়যন্ত্র করে ধাক্কা দেওয়া হয়েছে বললেন মুখ‍্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা ( পূঃ মেদিনীপুর ) : হাইভোল্টেজ নন্দীগ্ৰাম । প্রার্থী নিয়েই দেশের রাজনীতির অভিমুখ এখন নন্দীগ্ৰাম এর দিকে । তার উপর সেই নন্দীগ্ৰামেই প্রচারে গিয়ে আহত হলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । তাঁর বাঁ পায়ে চোট লেগেছে । মুখ‍্যমন্ত্রী জানিয়েছেন , যড়যন্ত্র করে চার পাঁচজন মিলে তাকে ধাক্কা দেয় গাড়িতে উঠার সময় । মন্দিরে পুজো দিয়ে যখন ফিরছিলেন পিছন থেকে ধাক্কা মারা হয় । পায়ে চোট লাগে তার । গাড়িতে এসে উঠে পড়েন কোনরকমে । ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ‍্য রাজনীতি । ইতিমধ‍্যেই গ্ৰীণ করিডর করে মুখ‍্যমন্ত্রী কে নিয়ে আসা হচ্ছে কলকাতায় । পায়ের বেশ কিছুটা অংশ ফুলেও গেছে । বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে সোচ্চার তৃণমূল । সোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ব ইছে । যদিও এই ঘটনার পর মুখ‍্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন সকলে । কড়া নিরাপত্তা বলয়ের মধ‍্যে থেকেও কি করে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা নিয়ে জরুরী ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । কাদের গাফিলতি তা খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনার পরেই তোপ দেগেছেন কংগ্ৰেস নেতা অধীর চৌধুরী । মুখ‍্যমন্ত্রী সহানুভূতি আদায়ের জন‍্য নাটক করছেন বলে জানিয়েছেন তিনি । নন্দীগ্ৰাম ইতিমধ‍্যেই দেশের রাজনীতির চর্চা । সেখানে এসব করে সিমপ‍্যাথি পেতে চাইছেন মুখ‍্যমন্ত্রী বলে মত অধীর রঞ্জনের । তৃণমূল সাফ জানিয়েছে , এই ঘটনার মানুষ জবাব দেবে । বিজেপির প্রতি অভিযোগ তুলে তোপ দেগেছেন তারা । বিজেপি নেতা কৈলাশ বীজয়বরগী এই ঘটনার সিবিআই তদন্ত দাবী করেছেন । যাতে প্রকৃত ঘটনা সামনে আসে । 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।